কারণ জানিয়ে চিঠি দিলেই হবে বৈঠক : ব্রাত্য

Must read

প্রতিবেদন : আন্দোলনরত শিক্ষকরা যদি যথাযথভাবে চিঠি দেন তাহলে শিক্ষা দফতর কালবিলম্ব না করেই বৈঠকে বসবে। রবিবার এমনটাই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। চাকরিচ্যুত শিক্ষকদের তরফে যে চিঠি এসেছে তাতে বৈঠকের যথাযথ কারণও লেখা নেই। তাই যদি সঠিকভাবে নিয়ম মেনে তাঁরা চিঠি দেন তাহলে শিক্ষা দফতর অবশ্যই বৈঠকে বসবে। শিক্ষামন্ত্রীর কথায়, প্রায় আড়াই হাজার শিক্ষক সমাজ দেখা করার দাবি যেমন জানিয়েছেন, তেমনই প্রায় আড়াই হাজার শিক্ষকরা রাজ্যের সিদ্ধান্তের উপর আস্থা রেখে কোনও আন্দোলনে পথে না গিয়ে নিজেদের কাজ করে যাচ্ছেন। সেখানেই বিভেদ তৈরি করা শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মন্ত্রীর (Bratya Basu) কথায়, রাজ্য সরকার আইনের পথেই চলবে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এর মধ্যে কোনও নেতিবাচক মনোভাব রাখা হবে না। ব্রাত্য জানান, আমি একাধিকবার ওঁদের সঙ্গে বসেছি। চিঠিতে উল্লেখ নেই কেন ওঁরা বসতে চেয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে সোমবার যোগাযোগ করা হবে।

আরও পড়ুন-গাড়ি থামিয়ে দুর্ঘনাগ্রস্তকে হাসপাতালে পাঠালেন সাংসদ

এদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেদের রাজনৈতিক অভিসন্ধি পূরণের আশায় এই বিভ্রান্ত চাকরিচ্যুতদের আরও উসকে দিচ্ছেন। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, চাকরিহারাদের চাকরি যাওয়াতে তো উনি খুশি। যাঁরা চাকরিটা খাওয়ার পক্ষে বা যারা চাকরি গেলে খুশি হন, তাঁদের কাছে যদি চাকরিহারা শিক্ষকরা যান তাহলে তো কিছু করার নেই।

Latest article