পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃতির অভিযোগ। ধৃত ভ্লগার জ্যোতি মালহোত্রাকে (YouTuber Jyoti Malhotra) ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ হরিয়ানার হিসার আদালতের। সোমবার চারদিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষের পরে আদালতে তাকে তোলা হয়ে এই নির্দেশই দেওয়া হয়েছে।
আরও পড়ুন- মোদি-জুমলার ১১ সাল তৃণমূলের ১১ সওয়াল
১৭ মে জ্যোতিকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরমধ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে জ্যোতির (YouTuber Jyoti Malhotra) যোগাযোগের একাধিক তথ্য-প্রমাণও পেয়েছে পুলিশ। হরিয়ানা পুলিশ জ্যোতির ভ্রমণ স্পনসরদের সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে। তদন্তে জানা গিয়েছে, জ্যোতির একাধিক বিদেশ ট্যুর স্পনসর করত আরব আমিরাতের ভ্রমণ সংস্থা। ৩৩ বছরের এই ট্র্যাভেল ভ্লগার একটি ইউটিউব চ্যানেল চালায়। ইনস্টাগ্রামে তার প্রায় ১.৩২ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রাইবারও রয়েছে।