মেট্রো আসার আগে হলুদ লাইন পার করলেই জরিমানা! জারি নির্দেশিকা

Must read

এবার যাত্রী সুরক্ষায় আরও কড়া পদক্ষেপ মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষর। মেট্রো আসার আগে হলুদ লাইন পার করলেই গুনতে হবে জরিমানা। জারি করা হল নির্দেশিকা।

মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা রুখতে আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বরং যত দিন এগোচ্ছে মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা আরও বাড়ছে। মনে করা হচ্ছে মেট্রোর এই নয়া নির্দেশিকা জারির পর কমতে পারে আত্মহত্যার ঘটনা। আবার অনেক যাত্রী মেট্রো আসছে দেখে হলুদ লাইন পার করে আগে উঠবে বলে পা ফসকে লাইনে পড়ে গিয়েছেন। তাই এসব অঘটনা রুখতেই আরও করা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! জ্যোতির ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছে, কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন তাহলে তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। আগামী ১ জুন থেকে কলকাতা মেট্রোর ক্ষেত্রে এই নিয়ম চালু হতে চলেছে। মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এই জরিমানা করা হবে।

Latest article