প্রকাশ্যে স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট!

Must read

প্রতিবেদন: আন্তর্জাতিক সফরের গুরুত্ব ম্লান করে দিল স্ত্রীর হাতে ফরাসি প্রেসিডেন্টের চড় খাওয়ার ছবি! আর দিনভর তা নিয়ে আলোচনা, জল্পনা ও মশকরার ঝড় উঠল সমাজমাধ্যমে। ভিয়েতনাম সফরে গিয়ে হ্যানয়ের বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) বিমান তখন সবে ল্যান্ড করছে। ভিয়েতনামের মন্ত্রী, আমলারা বিমানবন্দরে রেড কার্পেট বিছিয়ে বিদেশি অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায়। রীতি মেনে ফরাসি প্রেসিডেন্টের বিমানের দরজা খুলতেই দেখা গেল অবাক করা সেই কাণ্ড। ঘটনার আকস্মিকতায় হতচকিত প্রেসিডেন্ট নিজেও। বুঝতে পারেননি, তাঁর অসর্তকতায় ক্যামেরায় ধরা পড়ে যাবে কেলেঙ্কারির মুহূর্ত। যা নিমেষেই ভাইরাল। ভিডিওতে সাফ দেখা গিয়েছে, বিমান থেকে নামার প্রস্তুতি নেওয়া প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে সপাটে ধেয়ে এল একটি হাত। যে হাতটি প্রেসিডেন্টের গালে আঘাত করল, তিনি লাল রঙের পোশাক পরে আছেন, এবং মহিলা। সতর্ক প্রেসিডেন্ট নিমেষে বুঝতে পেরে যান তখন বিমানের দরজা খুলে গিয়েছে। অপ্রস্তুত অবস্থাতেই ফরাসি প্রেসিডেন্ট কোনওরকমে হাত নেড়ে ওঠেন। যদিও অপ্রস্তুত ভাব চোখেমুখে স্পষ্ট। কিছুক্ষণ পরেই বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় বোঝা যায়, প্রেসিডেন্টের গালে যিনি চড় কষিয়ে ছিলেন তিনি তাঁর স্ত্রী ব্রিজিত মেরি-ক্লাউডিয়া ম্যাক্রোঁ। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত আগে শিক্ষকতা করতেন। ম্যাক্রোঁ ছিলেন তাঁর স্কুলের ছাত্র। ঘনিষ্ঠরা বলেন, শিক্ষিকা-স্ত্রী খুবই রাগী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলের চেয়ে প্রায় ২৫ বছর বড় তাঁর স্ত্রী ব্রিজিত! ফরাসি প্রেসিডেন্টের (Emmanuel Macron) বয়স এখন ৪৭, সেখানে তাঁর স্ত্রী ৭২ বছরের বয়স্ক। বোঝাই যাচ্ছে চড় কষিয়ে একসময়ের ছাত্রকে শাসন করতে স্থানকালপাত্রের তোয়াক্কা করেন না প্রেসিডেন্টের স্ত্রী।

আরও পড়ুন-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স! বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে বার্তা অভিষেকের

Latest article