প্রতিবেদন : রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ঘনিষ্ঠ বলে পরিচিত রামকৃষ্ণ মাজি কার্তুজ পাচার করতে গিয়ে ধৃত। ১২০ রাউন্ড কার্তুজ-সহ বমাল গ্রেফতার রামকৃষ্ণ। বিজেপির পূর্ব বর্ধমানের যুবনেতা। শুধু তা-ই নয়, ২০২১ সাল থেকে ২০২৩ পর্যন্ত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার জেডপি ৪৬ নম্বর মণ্ডলের (কেতুগ্রাম-১) এসসি মোর্চার সভাপতির পদে ছিলেন এই রামকৃষ্ণ মাজি। সামাজিক মাধ্যমে রামকৃষ্ণর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি-সহ নিজের পদ উল্লেখ করে ছবিও পোস্ট করেছিলেন। বিজেপির রাজ্য সভাপতির ঘনিষ্ঠ সেই রামকৃষ্ণই কার্তুজ পাচারের মতো কেলেঙ্কারিতে ধরা পড়ায় চাঞ্চল্য চরমে।
আরও পড়ুন: নেত্রীর নির্দেশে আজ বৈঠক দলের, বিশেষ অধিবেশন ডাকার দাবি