কলকাতার হাসপাতালে জন্ম নিল লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীর পুত্র সন্তান। সকালে খবর পাওয়া মাত্রই পার্ক স্ট্রিটের হাসপাতালে নবজাতককে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা অত্যন্ত আনন্দের খবর। তেজস্বী এবং লালুজীর পরিবারে ছেলের তরফ থেকে প্রথম পুত্র সন্তান জন্ম নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই লালুজী- রাবরিজী দুজনেই খুব খুশি। সকলেই এখানে আছেন। সামনে আবার তেজস্বীর নির্বাচন আছে তার জন্য শুভেচ্ছা জানালাম। নবজাতকের আগমন নিঃসন্দেহে শুভ সংবাদ।”
আরও পড়ুন- নেত্রীর নির্দেশে আজ বৈঠক দলের, বিশেষ অধিবেশন ডাকার দাবি
এদিন দুপুর বারোটা নাগাদ পার্ক স্ট্রিটের নার্সিংহোমে পৌঁছে সদ্যোজাতকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লালু প্রসাদের পরিবারের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এরপর তেজস্বীর সঙ্গে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৯ মাস ধরে ওর (তেজস্বীর দিকে তাকিয়ে) স্ত্রী এখানে আছেন। কাল রাতেই জানতে পেরেছিলাম অপারেশন হবে। সকাল ৬:১৪ মিনিট নাগাদ তেজস্বী মেসেজ করেছিল, ৬:১৬ তে আমি রিপ্লাই করে জানিয়েছিলাম বারোটা নাগাদ যাব। লালুজী- রাবরিজী সকলের সঙ্গে দেখা হয়েছে। ওনার পরিবারের এই শুভদিনে আমরা সকলেই খুব খুশি। এই সন্তান শুভ বার্তা নিয়ে এসেছে। মা ও ছেলে দুজনেই সুস্থ স্বাভাবিক রয়েছে।’ পাশাপাশি তেজস্বীর সন্তান বাবা-মায়ের মতোই সুন্দর দেখতে হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।