ঝাড়খণ্ডে নিকেশ মাও কমান্ডার

Must read

পরপর তিন দিন ধরে ঝাড়খণ্ডের পালামৌ এলাকায় মাওবাদী (Maoist commander killed) দমন অভিযানে সাফল্য যৌথ বাহিনীর। সোমবার নিহত মাও নেতা নীতেশ যাদবের দলের অন্যতম সদস্য তুলসি ভুঁইয়া। মঙ্গলবারের গুলির লড়াইতে একাধিক মাওবাদী কর্মী নিহত হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

লাতেহারের মাওবাদী ডেরায় অভিযান চালানোর পরে পালামৌ এলাকায় লাগাতার মাওবাদী-বিরোধী (Maoist commander killed) অভিযানে যৌথ বাহিনী। মঙ্গলবার পালামৌয়ে অভিযান চালায় ঝাড়খণ্ডের জাগুয়ার ও পালামৌ পুলিশ বাহিনী। সেই অভিযানে আহত হন এক মাও কমান্ডার, প্রথমটায় এমন খবর পায় যৌথ বাহিনী। সেই সূত্র ধরে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। তল্লাশিতে উদ্ধার হয় মাওবাদী কমান্ডার তুলসির দেহ। উদ্ধার হয় একটি এসএলআর বন্দুক।

আরও পড়ুন- সিঙ্গাপুরে রাষ্ট্রদূত-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেক-সহ ভারতের প্রতিনিধিদলের

ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়, যৌথ বাহিনীর গুলিতে আহত অবস্থায় একাধিক মাওবাদী জঙ্গলে রয়েছে বলে তাঁদের কাছে খবর আছে। সেই মতো মঙ্গলবার তল্লাশি জারি রাখা হয়েছে। তবে শীর্ষ মাও নেতা নীতীশ যাদব সোমবার নিহত হওয়ার পরে তার সংগঠনের সদস্যদের ধরা সহজ বলে ধারণা পুলিশের। ইতিমধ্যেই পালামৌয়ের পুলিশ সুপার রিশমা রামেশন ওই এলাকায় জঙ্গলেই ক্যাম্প করে রয়েছেন অভিযানে নেতৃত্ব দিতে।

Latest article