চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিকেল ৫টায় বিশেষ সাংবাদিক বৈঠক: মুখ্যমন্ত্রী

Must read

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২০১৬-র SSC-র পুরো প্যানেল। চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী। চাকরি ফেরতের আর্জি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন তাঁরা। এই পরিস্থিতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিজেই জানালেন মঙ্গলবার, বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি সাংবাদিক বৈঠক করবেন।

নিজের স্যোশাল মিডিয়া পেজে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।
নজর রাখুন আমার ফেসবুক পেজে।“

আরও পড়ুন- সিঙ্গাপুরে রাষ্ট্রদূত-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেক-সহ ভারতের প্রতিনিধিদলের

যে সব শিক্ষক-শিক্ষিকার পরীক্ষা নিয়ে কোনও সমস্যা নেই, তাঁদের কাজে ফিরে যেতে বলেছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বর মাস পর্যন্ত তাঁরা কাজ করতে পারবেন। পাবেন বেতনও। কিন্তু অশিক্ষক কর্মীদের সেই নির্দেশ দেওযা হয়নি। এই পরিস্থিতি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে ফের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে SSC। কিন্তু আবার পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁর তাকিয়ে রাজ্য সরকারের দিকে।

এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ ভাবে বিশেষ সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। নিজেই নিজের স্যোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের কথা ঘোষণা করলেন তিনি। এখন এই বৈঠক থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কী ঘোষণা করেন সে দিকেই তাকিয়ে চাকরিহারারা।

Latest article