প্রতিবেদন : তিনমাস ধরে বিধায়কহীন কালীগঞ্জে নির্বাচন আগামী ১৯ জুন। মঙ্গলবার নদিয়ার সেই কালীগঞ্জ কেন্দ্রে উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে উপ-নির্বাচনের প্রার্থী করা হল। এর আগে বছর ৩৮-এর আলিফা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন-কাকাকে পিটিয়ে খুন করে পুলিশের জালে ২ ভাইপো
মঙ্গলবার সকালে দলের তরফে সাংবাদিক বৈঠক করে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। আলিফা এর আগে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি রাজনীতিতে নতুন নন। বাবার হাত ধরে স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। কালীগঞ্জের সমস্ত মানুষ তাঁকে চেনেন, ভালবাসেন এবং অপেক্ষায় আছেন ভোটের।