প্রতিবেদন : আগের দিন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেলেও মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উত্তর ২৪ পরগনা জেলা একাদশকে ৩-০ গোলে হারাল ভারত। সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং ও উদান্ত সিং গোল করলেন ভারতীয় দলের হয়ে। বাংলার বিরুদ্ধে সুনীলকে বাইরে রেখে আক্রমণভাগ সাজিয়েছিলেন কোচ মানোলো মার্কুয়েজ রোকা।
আরও পড়ুন-আমার জীবনের পথপ্রদর্শক, শ্রদ্ধাঞ্জলি অভিষেকের
এদিন নিউ টাউনে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচে সুনীলকে প্রথম এগারোয় রেখে তাঁর সঙ্গে লিস্টন কোলাসো, লালিয়ানজুয়ালা ছাংতেদেরও আক্রমণভাগে দেখে নিলেন মানোলো। তবে দ্বিতীয়ার্ধে সন্দেশ ঝিঙ্গান, মনবীর সিংদেরও খেলিয়েছেন। ঘুরিয়ে ফিরিয়ে বাকিদেরও যতটা সম্ভব দেখে নিলেন ভারতের স্প্যানিশ কোচ। তবে দুর্বল জেলা দলের বিরুদ্ধে ম্যাচ মানোলোর দলের জন্য সঠিক পরীক্ষার মঞ্চ ছিল না। তার উপর অস্বস্তি বাড়াল নিখিল প্রভুর চোট। বুধবারই থাইল্যান্ড রওনা হচ্ছে ভারতীয় দল। ৪ জুন ফিফা ফ্রেন্ডলি খেলে হংকং যাবেন সুনীলরা।