প্রতিবেদন : ক্লাবের সিনিয়র ফুটবল দলের মরশুম জুড়ে ধারাবাহিক ব্যর্থতার মধ্যেই ইস্টবেঙ্গলে মশাল জ্বালিয়ে রেখেছেন মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগে (আইডব্লুএল) ভারতসেরা হওয়ার পর কলকাতা প্রিমিয়ার লিগেও (কন্যাশ্রী কাপ) চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন শ্রীভূমিকে টাইব্রেকারে হারিয়ে খেতাব জিতল লাল-হলুদের প্রমিলাবাহিনী। তিন বছরের লিগে এই দুই দলই দাপট দেখিয়েছে। প্রথম বছর চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। গতবার রানার্স হওয়ার পর ফের এবার সেরা লাল-হলুদের মেয়েরা। সঙ্গে গতবারের ফাইনাল হারের বদলাও। চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অভিনন্দন জানান কোচ, ফুটবলারদের। ছিলেন মন্ত্রী সুজিত বসুও।
আরও পড়ুন-সুনীল-সানাদের গোলে জিতেও অস্বস্তি ভারতের
ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টানটান উত্তেজনার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ অমীমাংসিত থাকে। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সুলঞ্জনা রাউল। কিন্তু ম্যাচের সেরা গোলরক্ষক মামণি। তাঁর গ্লাভসেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স করেন মামণি। শ্রীভূমির জোড়া পেনাল্টি বাঁচিয়ে লাল-হলুদের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান ইস্টবেঙ্গলের ফুটবলার সুস্মিতা লেপচা। তাঁকে মাঠ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিপন্মুক্ত তিনি। সুস্মিতাকে জয় উৎসর্গ করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা।
ফুটবলারদের পরিবারের সদস্যরাও এদিন মাঠে ছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন ফুটবলাররা।