প্রতিবেদন : রাজ্যের কোনও পুর এলাকায় ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা নেওয়া যাবে রাজ্য সরকার তা নির্দিষ্ট করে দিয়েছে। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পুরসভাগুলি কোনওরকম বাড়তি টাকা নিতে পারবে না। ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ বা রিনিউওয়ালের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হবে বলেও রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-চাঁদমারি বুঝি বদলে গিয়েছে! কী বলেন মোদি-শাহ?
এক নির্দেশিকায় বলা হয়েছে, নোটিফায়েড এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকার জন্য লাইসেন্স ফি বাবদ বছরে সর্বাধিক দেড় হাজার টাকা নেওয়া যেতে পারে। কলকাতা, হাওড়া, আসানসোল, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং দুর্গাপুর পুরসভা এলাকায় নেওয়া যাবে আড়াই হাজার টাকা। গত সপ্তাহে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে পঞ্চায়েত ও পুরসভার একাংশের অতিরিক্ত কর আদায়ের প্রবণতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেন, কোনওভাবেই বাড়তি করের বোঝা চাপানো যাবে না। এই প্রেক্ষাপটে পুর ও নগরোন্নয়ন দফতরের এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।