ইন্দোনেশিয়ায় চ্যালেঞ্জ সিন্ধুর

তিনি ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড়, যাঁর ঝুলিতে রয়েছে দু-দুটো অলিম্পিক পদক। অথচ সেই পিভি সিন্ধুর সময়টা দুঃস্বপ্নের মতোই কাটছে

Must read

জাকার্তা, ২ জুন : তিনি ভারতের একমাত্র ব্যাডমিন্টন খেলোয়াড়, যাঁর ঝুলিতে রয়েছে দু-দুটো অলিম্পিক পদক। অথচ সেই পিভি সিন্ধুর সময়টা দুঃস্বপ্নের মতোই কাটছে। দীর্ঘদিন হয়ে গেল, কোনও বড় মাপের আন্তজার্তিক টুর্নামেন্ট জিততে পারেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তারপর চোট সারিয়ে কোর্টে ফিরলেও, একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন সিন্ধু।

আরও পড়ুন-ছবি অপব্যবহারে জঘন্য নোংরামির কড়া জবাব চলবে, ফাঁস কুৎসাকারীর নেপথ্যকাহিনি

এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইন্দোনেশিয়া ওপেন সিন্ধুর কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে প্রথম রাউন্ডেই সিন্ধুকে রঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের নাজোমি ওকুহারা। মেয়েদের প্রাক্তন এক নম্বর ওকুহারা বরাবরই সিন্ধুর কঠিন গাঁট। ১৯ বার ওকুহারার মুখোমুখি হয়ে ১০ বার জিতেছেন সিন্ধু, হেরেছেন ৯ বার।
তবে সবার নজর থাকবে সাত্ত্বিকসাই রাংকিরেড্ডি ও চিরাগ শেঠির দিকে। চোট ও অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পর সিঙ্গাপুর ওপেন দিয়ে কোর্টে ফিরেছিলেন ভারতীয় জুটি। আর কামব্যাক টুর্নামেন্টেই সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছেন সাত্ত্বিক ও চিরাগ। এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ইন্দোনেশিয়া ওপেনে নামবেন ভারতীয় জুটি। এদিকে, সিন্ধু মতোই ইন্দোনেশিয়া ওপেন লক্ষ্য সেন, এইচ এস প্রণয়দের ছন্দে ফেরার মঞ্চ।

Latest article