অবসর ভেঙে টেস্টে ফিরে এস বিরাট, আর্জি বোর্ড কর্তার

টেস্ট অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিরাট কোহলিকে অনুরোধ করলেন আইপিএল চেয়ারম্যান তথা বোর্ডের অন্যতম শীর্ষকর্তা অরুণ ধুমল

Must read

মুম্বই, ২ জুন : টেস্ট অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিরাট কোহলিকে অনুরোধ করলেন আইপিএল চেয়ারম্যান তথা বোর্ডের অন্যতম শীর্ষকর্তা অরুণ ধুমল। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরাটের সঙ্গে দুই টেনিস কিংবদন্তি রজার ফেডেরার ও নোভাক জকোভিচের তুলনা টেনেছেন তিনি। পাশাপাশি কিং কোহলির ফিটনেসেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

আরও পড়ুন-ইন্দোনেশিয়ায় চ্যালেঞ্জ সিন্ধুর

ধুমলের বক্তব্য, ‘‘আইপিএলের প্রথম মরশুমে বিরাটের যা ফিটনেস ছিল, এখন তার থেকেও বেশি ফিট। ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে। গোটা দেশ চায় বিরাট খেলা চালিয়ে যাক। আমার অনুরোধ, টেস্ট অবসরের সিদ্ধান্ত বিরাট পুনর্বিবেচনা করুক।’’ বোর্ড কর্তা আরও যোগ করেছেন, ‘‘আশা করব, বিরাট আরও অনেকগুলো বছর আইপিএলে খেলা চালিয়ে যাবে। ক্রিকেটের অন্যতম সেরা মুখ ও। ক্রিকেটের প্রতি ওর দায়বদ্ধতার তুলনা করা যায় টেনিসের প্রতি রজার ফেডেরার এবং নোভাক জকোভিচের দায়বদ্ধতার সঙ্গে। তাই আমি চাই, বিরাট যতদিন সম্ভব খেলা চালিয়ে যাক।’’ ধুমল এই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে আইপিএলে দল বাড়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর বক্তব্য, ‘‘আইপিএলে দল বাড়ানো নিয়ে কোনও আলোচনা হয়নি। তিন মরশুম আগেই দুটো নতুন দল আইপিএলে যোগ হয়েছে। তাই নতুন দল নিয়ে কোনও তাড়াহুড়ো করতে বোর্ড রাজি নয়। মনে রাখতে হবে, বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর সঙ্গে আইপিএলের মান
অনেকটাই উন্নত।’’

Latest article