আমেদাবাদ, ৩ জুন : আগের তিন ফাইনালে ট্রফির কাছে এসেও স্বপ্নভঙ্গ হয়েছিল। অবশেষে চতুর্থবারের চেষ্টায় ১৭ বছরের অপেক্ষা শেষ। আঠারোয় স্বপ্নপূরণ বিরাট কোহলির। নতুন ইতিহাস লিখে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আমেদাবাদে ১৮তম আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারাল আরসিবি।
আরও পড়ুন-জরুরি কর্মসূচি, কলকাতা ফিরে এলেন অভিষেক
তারকাপ্রথা বিসর্জন দিয়ে টিম গেমেই বাজিমাত করল বিরাটদের আরসিবি। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ তিন ওভারে ব্যাটিং বিপর্যয় হলেও বিরাট (৪৩), রজত পাতিদার (২৬), লিয়াম লিভিংস্টোন (২৫), জিতেশ শর্মাদের (২৪) ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান করে আরসিবি। জবাবে ভাল শুরু করেও পথ হারায় পাঞ্জাব। এই প্রথম ব্যর্থ শ্রেয়স, দলও।