”পরিকল্পিত ঘটনা হলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে”, স্পষ্ট জানালেন নগরপাল

সোমবার খিদিরপুরের ঘটনাস্থল পরিদর্শন করে পরিকল্পিত ঘটনা হলে কড়া ব্যবস্থার কথা জানিয়ে দিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ ভার্মা

Must read

সোমবার খিদিরপুরের ঘটনাস্থল পরিদর্শন করে পরিকল্পিত ঘটনা হলে কড়া ব্যবস্থার কথা জানিয়ে দিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)।

রবিবার রাত ১টা নাগাদ খিদিরপুর বাজারে আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে। এলাকার মানুষ সতর্ক হওয়ার আগেই পুড়ে খাক হয়ে যায় ১৩০০ র বেশি দোকান। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিনের ঘটনায় হতাহতের খবর নেই।

আরও পড়ুন-খিদিরপুর অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ ও আংশিকদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপর সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিপি মনোজ ভার্মা। তিনি স্পষ্ট জানিয়েছেন, “অন্তত ১২০০-র মতো দোকান পুড়ে গিয়েছে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তবে আগুনে কেউ আহত বা জখম হননি। ঠিক কী কারণে আগুন লেগেছে, বা ব্যবসায়ীরা যেমনটা অভিযোগ করছে ইচ্ছাকৃত কেউ আগুন লাগিয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন-দেশজুড়ে মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। অনেক দোকান এখানে বেআইনিভাবে তৈরি করা হয়েছে। তবু তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে আগুন আর বাড়বে না। খাল থেকে জলের ব্যবস্থা করা হয়েছে।

Latest article