হারিয়ে যাচ্ছে পহেলগাঁও ইস্যু! অভিষেকের প্রশ্নবাণ তুলে সোশ্যাল হ্যান্ডেলে সরব তৃণমূল নেতৃত্ব

হারিয়ে যাচ্ছে পহেলগাঁও হামলার দগদগে স্মৃতি। এর মাঝেই মোদি সরকারের নীরবতা অসহিষ্ণু করে তুলছে ১৪০ কোটি ভারতীয়কে।

Must read

দেশজুড়ে একের পর এক মর্মান্তিক ঘটনার ফলে ধামাচাপা পড়ে যাচ্ছে ভারতের উপর পাক সন্ত্রাসবাদের বিষয়টি। হারিয়ে যাচ্ছে পহেলগাঁও হামলার দগদগে স্মৃতি। এর মাঝেই মোদি সরকারের নীরবতা অসহিষ্ণু করে তুলছে ১৪০ কোটি ভারতীয়কে। ভারতীয়দের যে পাঁচটি প্রশ্নের উত্তর এখনও দিতে অক্ষম নরেন্দ্র মোদি, বিদেশ সফর থেকে ফিরে সেই পাঁচ প্রশ্ন আবার তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-দৌন্ডগামী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট শাটল ট্রেনে আগুন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পহেলগাঁও কাণ্ডের পর ৫৫ দিন পেরিয়ে গেলেও সংবাদমাধ্যম থেকে শুরু করে বিরোধী দল— কাউকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলতে দেখা যায়নি। গণতন্ত্রের জন্য তা খুবই উদ্বেগজনক।’’ মোদী সরকারের উদ্দেশে পাঁচটি প্রশ্ন এদিন ছুড়ে দেন তিনি।

আরও পড়ুন-”পরিকল্পিত ঘটনা হলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে”, স্পষ্ট জানালেন নগরপাল

এর পরিপ্রেক্ষিতেই মাঠে নামলেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নিজেদের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন পহেলগাঁও ঘটনা নিয়ে। এদিন সাকেত গোখেল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”মোদী সরকার জবাবদিহি কেন করছেন না? কেন দেশকে এখনও পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে অন্ধকারে রাখা হচ্ছে? মোদী সরকারের কাছে কিছু সোজা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল যার উত্তর পাওয়া প্রয়োজন।”

আরও পড়ুন-খিদিরপুর অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ ও আংশিকদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কীর্তি আজাদ এক্স হ্যান্ডেলে লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থাপিত প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত এবং ভারতের জানা উচিত যে
বিশ্বব্যাপী তার অবস্থান সুসংহত করার জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে? পহেলগাঁওয়ের সন্ত্রাসীরা কোথায়? কেন আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি হল? কেন পদত্যাগ করা হচ্ছে না?”

ব্রাত্য বসু ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”যদি পেগাসাসকে বিরোধী দল, সাংবাদিক এবং বিচারকদের উপর গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা যায়, তাহলে সন্ত্রাসীদের দমন করতে কেন এটি ব্যবহার করা হচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটি সরকারের ভণ্ডামি উন্মোচন করেছেন যারা রাজনীতির জন্য প্রযুক্তির অপব্যবহার করে কিন্তু জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়।”

শশী পাঁজা লেখেন, ”৫৫ দিন। ২৬ জন সাধারণ নাগরিক নিহত। ৪ জন সন্ত্রাসীর এখনও খোঁজ মেলেনি। পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য মোদী সরকারের জবাবদিহি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন প্রশ্ন উত্থাপন করেছেন যেগুলোর উত্তর দিতে তারা খুব ভয় পান। গোটা জাতি সত্য জানতে চায়, নীরবতা নয়।”

ডঃ কাকলি ঘোষ দস্তিদার এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, ”কোথায় মোদী সরকারের পদক্ষেপ? কোথায় পরিকল্পনা? নাকি যুদ্ধবিরতি এবং নীরবে সম্মত হয়ে আবেগকে উস্কে দেওয়ার জন্য এটি কেবল আরেকটি জুমলা ছিল?”

সুস্মিতা দেব নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”পহেলগাঁও সন্ত্রাসী হামলা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল – ৫৫ দিন পরেও এই প্রশ্নগুলির উত্তর এখনও অধরা!”

সংসদ মহুয়া মৈত্র এদিন লেখেন, ”ভারত সরকারকে এমন জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর পাওয়া প্রয়োজন। দেশকে সত্য বলার সময় এসেছে। আমাদের জবাব প্রয়োজন।”

 

Latest article