মাঝরাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে বড়সড় বিপত্তি। বিডন রো-র হস্টেলের ওই ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন ৩ ছাত্রী। হস্টেলের ৭৫ জন ছাত্রীকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে। তবে হতাহতের কোন খবর নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেল থেকে মাঝরাতে চিৎকারে আতঙ্কিত হয়ে যায় গোটা এলাকা। জানা গিয়েছে হঠাৎ করেই ছাদের চাঙর ভেঙে পড়েছে। হেদুয়ার এই গার্লস হোস্টেলে সংস্কার একপ্রকার হয় নি বললেই চলে। সেই দুরবস্থার ফলেই বিপদ নেমে এল ছাত্রীর মাথার উপর। রাতেই ৭৫ জন ছাত্রীকে সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে খবর, আপাতত ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন-কল্যাণের বিরুদ্ধে তদন্ত হোক, বিস্ফোরক বাইচুং
হোস্টেলের বেহাল অবস্থার কথা আগে জানা সত্ত্বেও সংস্কারের কাজ দীর্ঘদিন আটকে ছিল। কিন্তু এবার তৎপর কর্তৃপক্ষ। সূত্রের খবর, পূর্ত দফতরে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নতুন করে নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে।