প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আগামিকাল আসছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। নবান্নে বাংলার প্রশাসনিক প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে অরাজক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন। তারপরই নবান্নে আসছেন বাংলাদেশের দূত। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন।
আরও পড়ুন-জয় নিশ্চিত আলিফার লক্ষ্য রেকর্ড মার্জিনের
প্রতিবেশী বাংলাদেশের অরাজক পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছে মনীষীদের বাড়ি-স্মৃতি সৌধও। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িও বাদ যায়নি বিক্ষোভকারীদের আক্রোশ থেকে। কোনও পদক্ষেপ নেয়নি তত্ত্বাবধায়ক সরকার। যেহেতু আন্তঃদেশীয় সমস্যা। প্রধানমন্ত্রীকে নালিশ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৬ সালে ঢাকার হাইকমিশনার মোয়াজ্জেম আলি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। এবার আসছেন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা।