কসবাকাণ্ডে নির্যাতিতার পরিচয় ফাঁস করলে আইনি ব্যবস্থা, সতর্কবার্তা কলকাতা পুলিশের

যাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ করছেন, তাঁদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কঠোর আইনি পদক্ষেপ করবে বলে সেই নির্দেশিকায় জানানো হয়েছে।

Must read

কসবার (Kasba) ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। মঙ্গলবার নির্যাতিতার পরিচয় প্রকাশ করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। যাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ করছেন, তাঁদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কঠোর আইনি পদক্ষেপ করবে বলে সেই নির্দেশিকায় জানানো হয়েছে।

আরও পড়ুন-বিরাট বিস্ফোরণ শিবকাশীর বাজি কারখানায়, মৃত ৫, জখম বহু

নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে এদিন কলকাতা পুলিশের তরফে লেখা হয়, ”এটা লক্ষ্য করা গিয়েছে যে কিছু ব্যক্তি গোপন নথি প্রচারের মাধ্যমে বা অন্য কোনও উপায়ে কসবা মামলার নির্যাতিতার পরিচয় প্রকাশ করার চেষ্টা করছে। এটি আইনের বিরুদ্ধাচরণ। এই ধরনের কাজে জড়িত যে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেন এমন কোনও তথ্য প্রকাশ না করে যা নির্যাতিতার পরিচয় সর্বসমক্ষে আনতে পারে।”

আরও পড়ুন-জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

প্রসঙ্গত, কসবার গণধর্ষণের ঘটনায় সোমবার সত্যম সিং নামে এক আইনজীবী সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। এছাড়াও কলকাতা হাইকোর্টে দু’জন আলাদা ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তবে প্রথম থেকেই কলকাতা পুলিশ ও প্রশাসনের উপরে ভরসা রাখার কথা জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার।

Latest article