হাসপাতালে ঢুকে নার্সিং পড়ুয়ার গলা কেটে খু.ন বিজেপি রাজ্যে, ধিক্কার জানিয়ে পোস্ট তৃণমূল কংগ্রেসের

আশ্চর্যজনকভাবে হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে যায়। নিরাপত্তারক্ষীরা থাকলেও নির্দ্বিধায় পালিয়ে যান ওই যুবক।

Must read

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নরসিংহপুর জেলা হাসপাতালের মধ্যে এক যুবককে আপন মনে ঘুরে বেড়াতে দেখেও ঘুণাক্ষরে কেউ টের পায়নি কিছুক্ষনের মধ্যেই সে ঘটিয়ে ফেলবে ভয়ানক এক কাণ্ড। ২৭ জুন হাসপাতালের মধ্যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ ওই যুবক এক নার্সিং পড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন। ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন নিমেষের মধ্যেই। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সন্ধ্যা চৌধুরী নামের ওই নার্সিং পড়ুয়া। বয়স ১৮। এরপর ওই যুবক নিজেকেও মেরে ফেলার চেষ্টা করেন তবে ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।

আরও পড়ুন-”দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি’, রোড সেফটি উইকের সূচনা করে কসবাকাণ্ডে পুলিশের অবস্থান স্পষ্ট করলেন নগরপাল

আশ্চর্যজনকভাবে হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে যায়। নিরাপত্তারক্ষীরা থাকলেও নির্দ্বিধায় পালিয়ে যান ওই যুবক। ইতিমধ্যেই ঘটনার হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও থেকে যাচ্ছে অনেকরকম প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে হাসপাতালে সবার সামনে এভাবে খুনের ঘটনায় রীতিমত আতঙ্কিত রোগীর আত্মীয়রা। নিরাপত্তারক্ষীদের সামনেই ঘটনা ঘটে যাওয়ায় ওই হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ১৪ জন নিরাপত্তারক্ষী থাকার পরেও নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রাইভেট সিকিউরিটি এজেন্সি।

আরও পড়ুন-ধর্ষণের প্রতিবাদ মঞ্চে ছিঁড়ল মহিলার পোশাক, প্রশ্নের মুখে বিজেপি, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে যে একেবারেই কিছু নেই সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল। মধ্যপ্রদেশের নৈরাজ্যের প্রসঙ্গ তুলে এদিন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লেখা হয়েছে, ”প্রকাশ্য দিবালোকে হাসপাতালে ঢুকে, সকলের চোখের সামনে এক কিশোরীর বুকের উপর চেপে বসে গলা কেটে খুন করল এক যুবক। আতঙ্কে চক্ষু চড়কগাছ ওয়ার্ডে থাকা রোগীদের। এই নৃশংস ঘটনা কোথায় ঘটল জানেন? বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশে৷ ১০ মিনিট ধরে মারধর করার পর গলা কেটে খুন। এই তো নিরাপত্তার হাল বিজেপি-শাসিত রাজ্যের হাসপাতালে! এবার বিজেপি মিছিল করবে না? কোথায় জাতীয় মহিলা কমিশন? কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? অ-বিজেপি রাজ্য হলে এতক্ষণে কত কী কাণ্ড করে ফেলত? ধিক্কার জানাই এই দ্বিচারিতাকে!”

Latest article