দেওঘরগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত এক প্রৌঢ় এবং দু’টি মোষ

চালক কোনরকমে ব্রেক কষে ট্রেনটিকে থামানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে নওয়াদা-কিউল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

Must read

সোমবার পূর্ব-মধ্য রেলের দানাপুর ডিভিশনের নওয়াদা-কিউল শাখায় দেওঘরগামী বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের ধাক্কায় এক প্রৌঢ় এবং মোষ দু’টি কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে নিমেষের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায়। সূত্রের খবর মৃত ওই প্রৌঢ়ের নাম গোপাল যাদব। জানা গিয়েছে, রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় গোপাল দেখেন দু’টি মোষ রেললাইনে দাঁড়িয়ে। ওই লাইন ধরে তখন তীব্র গতিতে আসছিল বন্দে ভারত। গোপাল মোষ দু’টিকে তাড়ানোর চেষ্টায় রেললাইনে উঠে পড়েন। কিন্তু ট্রেনটি খুব কাছে চলে আসায় গোপাল নিজের জায়গা থেকে সরতে পারেন নি। ট্রেনের ধাক্কায় গোপাল ও মোষ দু’টি কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন।

আরও পড়ুন-সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার

চালক কোনরকমে ব্রেক কষে ট্রেনটিকে থামানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে নওয়াদা-কিউল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেনটি বারাণসী থেকে দেওঘর যাওয়ার পথে শেখপুরার কাছে এই দুর্ঘটনা হয়। কিন্তু এই এলাকায় রেললাইনে মাঝে মধ্যেই গরু, মোষ বা ছাগলের পাল উঠে পড়ে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। মনে করা হচ্ছে রেললাইনের ধার ধরে বেড়া দিয়ে দিলে এই ধরণের অনেক ঘটনা এড়ানো যেত। এই ঘটনা আবারও সাধারণ জনজীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ও আধা-শহুরে এলাকায় মানুষের ও পশুর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে বেশিরভাগ পশুপালন করা হয়।

Latest article