প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। অতি বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় ধসের ফলে সমস্যা বাড়ছিল। এবার কুলু ও মান্ডিতে মেঘভাঙা বৃষ্টির বিপর্যয়। যার ফলে অন্তত তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সেই সঙ্গে খোঁজ নেই অন্তত ৯ বাসিন্দার। এই বিপর্যয়ের মাঝেই মান্ডি-মানালি জাতীয় সড়কের উপর সুড়ঙ্গে ভয়াবহ ধস নামে। বিরাট পাথর পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। ধস নামে মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কের নির্মীয়মান সুড়ঙ্গেও।
আরও পড়ুন-দেওঘরগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত এক প্রৌঢ় এবং দু’টি মোষ
সোমবার রাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত মান্ডি। ভোর পর্যন্ত সিমলা জেলা, কুলু জেলা ও মান্ডি জেলায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। যার ফলে আচমকা হড়পা বানে জলস্তর বেড়ে যায় বিয়াস নদীর। মান্ডিতে জারি করা হয় লাল সতর্কতা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন একজনের মৃত্যুর খবর। বিভিন্ন এলাকা থেকে গোটা রাজ্যে হড়পা বানে ১২ জনের নিখোঁজ হওয়ার খবর রয়েছে। যার মধ্যে শুধুমাত্র মান্ডি জেলায় নিখোঁজ ৯ জন।
এই পরিস্থিতিতে পর্যটকদের জন্যও নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। প্রশাসনের নির্দেশ মেনে পর্যটকদের নিজেদের ভ্রমণের তালিকা ছোট করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের নির্দেশ অনুসরণ করেই বাইরে বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার
এরই মধ্যে মান্ডি-মানালি জাতীয় সড়কে সুড়ঙ্গের বাইরে ধসে আরও বড় বিপর্যয় ঘটে। সুড়ঙ্গে পাথর ধসে তার ভিতরেই আটকে পড়ে প্রায় ৭০ থেকে ৮০টি গাড়ি আটকে পড়ে। আটকে পড়েন প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ। মঙ্গলবার সকাল থেকে তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়। তবে এই বিপর্যয়ে কোনও হতাহতের খবর নেই।
যদিও একমাত্র মান্ডি-মানালি জাতীয় সড়কেই নয়, বড়সড় ধস নামে মান্ডি-পাঠানকোট জাতীয় সড়কের উপর বিজনি সুড়ঙ্গেও। কাজ চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে নেমে আসে সুড়ঙ্গের উপরের বড় বড় পাথর। কোনওক্রমে আর্থ মুভার সরিয়ে প্রাণে বাঁচেন শ্রমিকরা। তবে কেন্দ্রের সরকারের নীতিতে হিমাচলে একের পর এক যেভাবে পাহাড় ভেঙে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে, তার প্রক্রিয়াগত কারণে বারবার দুর্ঘটনা ও বিপর্যয় ডেকে আনা হচ্ছে বলেও পরিবেশবিদদের একাংশের মত।