ভর্তির সময় বৃদ্ধি পোর্টালে

Must read

প্রতিবেদন: স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালে আবেদনের সময় সীমা বাড়ানো হল। ১ জুলাই ছিল প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদনের শেষ দিন। কিন্তু সেই সময় বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। মন্ত্রী (Education Minister) লেখেন, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে দু সপ্তাহ পূর্ণ হল মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদনের সময়সীমা ১৫ জুলাই অবধি বৃদ্ধি করেছি। এদিন সন্ধে ছটা পর্যন্ত ৩,২৫,৩৪২ জন ছাত্র-ছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে, ১৮,২৪,৯১৪টি। এরমধ্যে ২,৯০১ জন ভিন রাজ্যের বাসিন্দা রয়েছে। চ্যাটবট বীণা উত্তর দিয়েছে, ৩৩,২৬৭টি প্রশ্নের।

আরও পড়ুন-রাজ্যে ১০ হাজার সুস্বাস্থ্য কেন্দ্রে ‘স্বাস্থ্যইঙ্গিত’, ৬ কোটি পরিষেবা

Latest article