সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে পুলিশ কর্মীদের শারীরিক কসরতের বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এরপরই শরীরচর্চায় ময়দানে নামলেন মালদহ জেলার পুলিশ কর্মী-সহ আধিকারিকেরা। জেলার ১৬টি থানা ও ১০ পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মী ও আধিকারিকেরা শরীরচর্চা ও যোগাভ্যাসে মেতে উঠেছেন। মালদহ থেকে মুখ্যমন্ত্রী প্রস্থানের পরের দিন থেকেই নিয়ম করে প্রতিদিন সকালবেলা মাঠে শরীরচর্চা ও যোগাভ্যাস করছেন পুলিশ কর্মীরা। এই শিবিরে যোগ দিয়েছেন সিভিক ভলেন্টিয়াররাও। জোরকদমে চলছে পুলিশ কর্মীদের ব্যায়াম। যা এতদিন উধাও হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর পরামর্শে মাঠমুখী হয়েছেন মালদহ জেলার প্রতিটি থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
আরও পড়ুন : কলকাতা পুরভোট: শেষদিনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে জনজোয়ার
শরীরচর্চার প্রথম উদ্যোগ নেন গাজোল থানার আইসি রণবীর বাগ। তিনি পরের দিন সকালেই থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে শরীরচর্চা ও যোগাভ্যাস শুরু করেন। এরপর কালিয়াচক, ইংরেজবাজার হবিবপুর, ভুতনি থানা-সহ মোট ১৬টি থানায় শুরু হয় শরীরচর্চা কর্মসূচি। কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় বলেন, রুটিন করে আগেও পুলিশকর্মীরা শরীরচর্চা করতেন। তা এখন চলছে। সকাল হলেই মাঠে নামছেন সকলেই। মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই কর্মসূচি লাগাতার চলবে। শরীর ও মন ঠিক রাখতে শরীরচর্চা কোনও বিকল্প নেই। শরীরচর্চা কর্মসূচিতে সিভিক ভলেন্টিয়ারদেরও যুক্ত করা হয়েছে।