আজ লিগে ডায়মন্ড হারবার

কলকাতা লিগে ডায়মন্ডকে কোচিং করাচ্ছেন দীপাঙ্কুর শর্মা। তিনিই থাকবেন ডাগ আউটে। তবে সবকিছুই হচ্ছে কিবুর পরিকল্পনা অনুযায়ী।

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে বুধবার অভিযান শুরু করছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে দুপুর ৩টেয় ডায়মন্ডের প্রতিপক্ষ শ্রীভূমি এফসি। আই লিগকে অগ্রাধিকার দেওয়ার কারণে দুই প্রধানের মতো এবারের কলকাতা লিগে ডেভেলপমেন্ট টিমের ফুটবলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ডায়মন্ড হারবার। তবে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থেকে সরে আসছে না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।

আরও পড়ুন-অসুখ যখন স্নায়ুর

কিবু ভিকুনা এবার ক্লাবে টিডি-র ভূমিকায়। তিনি আই লিগে ডায়মন্ড হারবারের হেড কোচের দায়িত্বে থাকবেন। কলকাতা লিগে ডায়মন্ডকে কোচিং করাচ্ছেন দীপাঙ্কুর শর্মা। তিনিই থাকবেন ডাগ আউটে। তবে সবকিছুই হচ্ছে কিবুর পরিকল্পনা অনুযায়ী। ডায়মন্ড হারবারকে আই লিগে তোলা স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই শ্রীভূমির বিরুদ্ধে দল নামাবেন দীপাঙ্কুর। কলকাতা লিগের দলে আরএফডিএল দলের একঝাঁক তরুণ ফুটবলারের পাশাপাশি গত মরশুমের সিনিয়র কয়েকজনও থাকছেন। তাঁদের মধ্যে অন্যতম বিক্রমজিৎ সিং, সুপ্রতীপ হাজরা, সুপ্রিয় পণ্ডিত, রাহুল পাসোয়ান, দিলীপ ওরাওঁয়ের মতো গতবারের পরীক্ষিত খেলোয়াড়রা।
প্রি-সিজন ট্রেনিং অনেক আগেই শুরু করে দিয়েছিল ডায়মন্ড হারবার। এবার কলকাতা লিগে দলের দায়িত্বে না থাকলেও কিবুর নজরদারিতেই দলকে তৈরি করেছেন দীপাঙ্কুর। আই লিগের দলে ঢোকার জন্য কলকাতা লিগকেই মঞ্চ হিসেবে পাচ্ছেন ডায়মন্ড হারবারের একঝাঁক তরুণ। তাঁর কোচিংয়েই দ্বিতীয় ডিভিশন লিগে রানার্স হয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মণিপুরের চানমারি এফসি। কিন্তু ডায়মন্ড হারবারকে কোচিং করানোটা চ্যালেঞ্জিং হতে চলেছে দীপাঙ্কুরের কাছে। তবে কলকাতা লিগে ডায়মন্ডের নতুন কোচ চাপ অনুভব করছেন না। ম্যাচের আগের দিন তিনি দীপাঙ্কুর বললেন, ডায়মন্ড হারবার যেভাবে গত মরশুম কাটিয়েছে তাতে চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি, এই চাপ থাকাটা ভাল। গতবার দল যে ফুটবলটা খেলেছিল সেই একই খিদে নিয়ে খেলার একই মান ধরে রাখার চেষ্টা করবে ছেলেরা।

আরও পড়ুন-দিনের কবিতা

ডায়মন্ড হারবার এফসি-র সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, নতুন ছেলেদের কাছে চ্যালেঞ্জ আই লিগের মূল দলে ঢোকার। কলকাতা লিগে যদি আমরা ভাল ফুটবলার খুঁজে পাই তারা অবশ্যই কিবু ভিকুনার কোচিংয়ে আই লিগে খেলার সুযোগ পাবে। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।
এদিকে, লিগে ইস্টবেঙ্গল ও সুরুচি সংঘের ম্যাচ পরিবর্তিত সূচি অনুযায়ী একদিন পিছিয়ে গেল। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে হবে ম্যাচ। বৃহস্পতিবার নৈহাটিতে মোহনবাগান খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে।

Latest article