হাওড়া পুরনিগমে গাছ ভেঙে মৃত দুই কর্মী

হাওড়া পুরনিগমের তরফে জানান হয়েছে , ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে সমস্ত পুরনো গাছের স্বাস্থ্যপরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হবে।

Must read

হাওড়া (Howrah) পুরনিগম চত্বরে প্রশাসনিক ভবনের সামনে হঠাৎ ভেঙে পড়ল একটি পুরনো ইউক্যালিপটাস গাছ। এদিনের এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই অস্থায়ী কর্মী, উমেশ মাহাতো ও নুর মহম্মদ। মঙ্গলবার সকালে হাওড়া পুরনিগমের প্রধান প্রশাসনিক ভবনের সামনে হঠাৎই গুঁড়ি-সহ ধসে পড়ে ইউক্যালিপটাস গাছটি। সেইসময় দফতরের সামনে দাঁড়িয়ে থাকা উমেশ ও নুর গাছের ওজন ও ধাক্কায় চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। পুরনিগমের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছ সরানোর কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুন-এ-রাজ্যে মা-বোনেরা নিরাপএ-রাজ্যে মা-বোনেরা নিরাপদেই আছেদেই আছে

সূত্রের খবর, বহুদিন ধরেই গাছটি হেলে ছিল। অফিসের সময় শুরু হয়ে গেলে বিপদ আরও বাড়তে পারত। হাওড়া পুরনিগমের তরফে জানান হয়েছে , ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে সমস্ত পুরনো গাছের স্বাস্থ্যপরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হবে।

Latest article