টহলরত পুলিশের গাড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কা! মৃত SI-সহ ২

Must read

জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কর্তব্যরত দুই পুলিশ কর্মীর। তার মধ্যে একজন মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল। আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী। ঘটনায় অভিযুক্ত ট্রাকটি আটক করে তার চালককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে ১১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ুঘাটা এলাকায় টহল দিচ্ছিল মহিষাদল থানার একটি টহলদারি ভ্যান। গাড়িতে সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল, কনস্টেবল স্বপন দাস ও এনভিএফ কর্মী শেখ সাহনা ছিলেন। গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে। গাড়িটি পাশের একটি জলাশয়ে গিয়ে পড়ে।

আরও পড়ুন- যোগীরাজ্যে মা-ছেলেকে খুন করে আত্মঘাতী ব্যক্তি, আশঙ্কাজনক মেয়ে

ঘটনাটি এক আচমকা ঘটে যায় যে গাড়িতে থাকা পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে বসে থাকা তিন পুলিশ কর্মী জলে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্ত ও সাহনাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বপন দাস। ঘটনার সময় গাড়ির চালক গাড়ির বাইরে থাকায় তিনি বেঁচে যান।

সকাল থেকে গাড়ুঘাটার জলাশয় থেকে পুলিশ কর্মীদের জিনিস উদ্ধারের কাজ শুরু হয়। দুই পুলিশ কর্মীর মোবাইল ফোন পাওয়া গেলেও সার্ভিস রিভলভার এখনও পাওয়া যায়নি। তার খোঁজ তল্লাশি চালানো হচ্ছে।

Latest article