প্রতিবেদন : কসবা আইন কলেজ বন্ধ কেন— জানতে চাইবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কলেজে ধর্ষণের অভিযোগের পর তুমুল হইচই হওয়ায় পরিচালন সমিতির সদস্যরা কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, ওই কলেজে পঠনপাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি, কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি ছাত্র-ছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। কসবার ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতেরা এই মুহূর্তে পুলিশ হেফাজতে। কসবা আইন কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলছে। কিন্তু কলেজ বন্ধ থাকায় পড়ুয়ারা যেতে পারছেন না। এই আবহে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- ৬ মাসের জেল হাসিনার! মামলার সঙ্গে যুক্তদের হুমকির অভিযোগ