অ্যাপ ক্যাব (app cab) সংস্থাগুলি ভাড়া বাড়ানো নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় চিন্তায় সাধারণ মানুষ। ওলা-উবেরকে ভাড়া বাড়াতে কার্যত উসকানি দিচ্ছে কেন্দ্র। এতদিন ব্যস্ত সময়ে মূল ভাড়ার সর্বাধিক দেড় গুণ টাকা দাবি করতে পারত অ্যাপ ক্যাব (app cab) সংস্থাগুলি। কিন্তু এখন সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে।
বৃষ্টি হোক বা ব্যস্ত সময় মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ক্যাবের অ্যাপে ৫০০ টাকার বেশি ভাড়া দেখানোর ঘটনা কলকাতা হামেশাই হচ্ছে। এ যাত্রীরা ক্ষুব্ধ। কিন্তু তাতে কার কী। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে, তাতে হইচই পড়ে গিয়েছে। কারণ, এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই বলা হয়েছে নয়া মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫-এ। গত ১ জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশিকা। রাজ্যগুলিকে তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। এমনই নির্দেশ জারি করেছে মোদি সরকার।
আরও পড়ুন- কার্তিকের কীর্তি: জেনে রাখুন পদ্মশ্রীর মুখ আর মুখোশ, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য ব্যবস্থা নেবে না
কেন্দ্রের নয়া এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে কী রয়েছে?
* ব্যাপক চাহিদার সময়ে দু’গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি, আগে যা ছিল সর্বোচ্চ দেড় গুণ।
* চালকদের ট্রিপ ক্যান্সেলের সমস্যার সমাধান করেতে জরিমানার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালকদের। তবে তা কখনই ১০০ টাকার বেশি হবে না। যাত্রীদের ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম।