আগে তো তোমরা সমতায় ফেরো, সাত দিন বিশ্রাম, তবু বুমরা বাইরে : শাস্ত্রী

শাস্ত্রী দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই বলে আসছিলেন, এজবাস্টনে বুমরাকে দরকার। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাতে কান দেয়নি।

Must read

বার্মিংহাম, ২ জুন : বুমরাকে যে এজবাস্টনে খেলানো হল না, সেটা বিশ্বাসই করতে পারছেন না রবি শাস্ত্রী। অধিনায়ক শুভমন গিল অবশ্য ম্যাচ শুরুর আগে বলেছেন, তাঁকে লর্ডসে খেলানো হবে। কারণ সেখানকার কন্ডিশন বুমরাকে সাহায্য করবে।
শাস্ত্রী দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই বলে আসছিলেন, এজবাস্টনে বুমরাকে দরকার। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাতে কান দেয়নি। শাস্ত্রী বুধবার বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট। আর ওরা এক সপ্তাহ বিশ্রাম পেয়ে খেলছে। বুমরা না খেলায় আমি তাই আবাক হয়েছি। এখানে প্লেয়ারের কিছু করার নেই। কে খেলবে আর কে খেলবে না, সেটা ঠিক করে অধিনায়ক ও কোচ। সিরিজের যা পরিস্থিতি তাতে এই টেস্টে বুমরার অবশ্যই খেলা উচিত ছিল। এরপর শাস্ত্রী আরও যোগ করেন, লর্ডস পরে আসবে। আগে তো এখানে কাউন্টার পাঞ্চ করার দরকার ছিল। যাতে সিরিজ ১-১ করা যায়। তারপর না হয় বুমরাকে বিশ্রামের অপশন দেওয়া যেত। ও যদি লর্ডসে বিশ্রাম নিতে চাইত, তাই হত। কিন্তু তখন হয়তো বুমরা নিজেই আর বিশ্রাম নিতে চাইত না। কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ভারতীয় দলের জন্য।

আরও পড়ুন:অ্যাপ ক্যাবের ভাড়া বাড়াতে কেন্দ্রের উস্কানি

এরপর শাস্ত্রী যা বলেছেন, সেটা অনেকের মনে হতে পারে সরাসরি কোচ গম্ভীরকে খোঁচা। তিনি সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ভারত নিউজিল্যান্ডের কাছে তিনটি টেস্ট হেরেছে। অস্ট্রেলিয়ার কাছেও হার তিন টেস্টে। লিডসে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে এখানে জেতা জরুরি। কিন্তু তোমার দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার থাকা সত্ত্বেও তাকে সাত দিনের বিশ্রামের পরে বাইরে রাখা হল। এটা এমন একটা সিদ্ধান্ত যা বিশ্বাস করা কঠিন। শাস্ত্রীর মতোই এই সিদ্ধান্তে অবাক হয়েছেন স্টুয়ার্ট ব্রডও। তিনি বলেন, একজন ফাস্ট বোলারের কাছে এক সপ্তাহ বিশ্রাম অনেক। আমি এতে সত্যাই অবাক হয়েছি। আরও বেশি অবাক হয়েছিলাম বুমরার কথায়, যখন ও বলেছিল পাঁচ টেস্টের সিরিজে তিনটি টেস্ট খেলবে। তবে ব্রড মনে করেন লর্ডসে বল অনেক বেশি মুভ করবে। বুমরা সেখানে ভালই করবেন।

Latest article