শুরুতেই ড্র ডায়মন্ড হারবারের

রক্ষণে ভাল খেলেন নবাগত পবন পত্তেম, নয়ন টুডুরা। শ্রীভূমি টিমে রানা ঘরামি, মোহন সরকারের মতো অভিজ্ঞ ফুটবলার থাকলেও ডায়মন্ড হারবার দাপট নিয়েই খেলেছে।

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে শুরুটা ভাল হল না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। বুধবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে শ্রীভূমি এফসি-র সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র করল তারা। আই লিগকে অগ্রাধিকার দিতে এবার ডায়মন্ড হারবারও ঘরোয়া লিগে ডেভেলপমেন্ট টিমের খেলোয়াড়দের মাঠে নামাচ্ছে। একইসঙ্গে দলে জায়গা পাচ্ছেন কয়েকজন সিনিয়রও। এদিন শ্রীভূমির বিরুদ্ধে যেমন বিক্রমজিৎ সিং, সুপ্রদীপ হাজরা, সুব্রত সাঁতরা, সুপ্রিয়া পণ্ডিতরা খেললেন।

আরও পড়ুন-আগে তো তোমরা সমতায় ফেরো, সাত দিন বিশ্রাম, তবু বুমরা বাইরে : শাস্ত্রী

ডায়মন্ড হারবার ম্যাচে প্রাধান্য রেখেই খেলেছে। গোলের সুযোগ নষ্ট না হলে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত তারা। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শ্রীভূমির গোলকিপার সোমনাথ দত্ত। ডায়মন্ড হারবারের একাধিক প্রচেষ্টা রুখে দিয়েছেন সোমনাথ। এটাই প্রমাণ করে, ম্যাচে ডায়মন্ডের দাপট কতটা ছিল। আক্রমণভাগে জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠার মতো পরীক্ষিত খেলোয়াড়রা না থাকলেও নবাগত বেঞ্জামিন লালমিনপুইয়া, শ্রীদার্থ নংমেইকাপামের পারফরম্যান্স সন্তোষজনক। রক্ষণে ভাল খেলেন নবাগত পবন পত্তেম, নয়ন টুডুরা। শ্রীভূমি টিমে রানা ঘরামি, মোহন সরকারের মতো অভিজ্ঞ ফুটবলার থাকলেও ডায়মন্ড হারবার দাপট নিয়েই খেলেছে।

আরও পড়ুন-অ্যাপ ক্যাবের ভাড়া বাড়াতে কেন্দ্রের উস্কানি

ডায়মন্ড হারবারের ডাগ আউটে কলকাতা লিগের কোচ দীপাঙ্কুর শর্মা থাকলেও টিমের রিমোট কিবু ভিকুনার হাতেই। এদিন মাঠের বাইরে থেকে ফুটবলারদের নজরে রেখেছিলেন কিবু। প্রথম ম্যাচে আটকে গেলেও সন্তুষ্ট কোচ, কর্তারা। ডায়মন্ড হারবারের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, ‘‘মরশুমের প্রথম ম্যাচের নিরিখে আমি হতাশ নই। নয়ন, পবনের মতো নতুন ছেলেরা ভাল খেলেছে। এখান থেকে কয়েকটা ছেলে যদি আই লিগের টিমে উঠে আসে। সেটা দারুণ ইতিবাচক হবে।’’

Latest article