বাধ্যতামূলক আধার প্যান লিঙ্ক

গত তিন বছরে একাধিকবার প্যান ও আধার সংযুক্তকরণ করার জন্য কেন্দ্র তরফে নির্দেশ দেওয়ার পরেও কার্যত তা সম্পূর্ণ হয়নি।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের প্রতিশ্রুতিই সার। গত তিন বছরে একাধিকবার প্যান ও আধার সংযুক্তকরণ করার জন্য কেন্দ্র তরফে নির্দেশ দেওয়ার পরেও কার্যত তা সম্পূর্ণ হয়নি। ফের আরও একবার আধার-প্যান সংযুক্তকরণ ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার অর্থ মন্ত্রকের জানিয়েছে সংযুক্তকরণ না হলে বাতিলের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন-শুরুতেই ড্র ডায়মন্ড হারবারের

আর্থিক লেনদেনের ক্ষেত্রে, আরকর রিটার্ন দাখিল, ক্রেডিট কার্ডের লেনদেন, এটিএম পরিষেবা থেকে টিকিট বুকিং এমনকী ডিজেল-পেট্রোল ব্যবহার এবার নয়া নিয়ম কার্যকর করল কেন্দ্র। ১৫ জুলাই থেকে সব ধরনের বুকিং-এর জন্য দুই ধাপের নিরাপত্তা যাচাই করা হবে। ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে আয়কর রিটার্ন ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে নতুন নির্দেশিকায়। এক্ষেত্রে ৪৬ দিন অতিরিক্ত সময় বেশি পাবেন করদাতারা। যারা চলতি মাসে নতুন প্যান কার্ড আবেদন করবে তাদের সংযুক্তকরণ বাধ্যতামূলক।

Latest article