ন্যাড়া মাথার বাঁদরামি

স্বাস্থ্যকর্মীদের প্রকাশ্যে হুমকি, গালিগালাজ বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। আঙুল উঁচিয়ে হাসপাতালের আরএমওকে শাসানিও দেন তিনি।

Must read

প্রতিবেদন : বারাকপুরের (Barrackpore) হাসপাতালে ন্যাড়া কৌস্তুভের বাঁদরামি। হাসপাতালে বহিরাগতদের নিয়ে ঢুকে গুন্ডাগিরি! স্বাস্থ্যকর্মীদের প্রকাশ্যে হুমকি, গালিগালাজ বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। আঙুল উঁচিয়ে হাসপাতালের আরএমওকে শাসানিও দেন তিনি। ইতিমধ্যেই কৌস্তুভের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-চিকিৎসা খরচের বিল পাশ আরও সহজ, কাটল জিএসটি-র গেরো

স্বাস্থ্য প্রতিষ্ঠানে ঢুকে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে তাণ্ডব চালানোর প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরামের তরফে মুখ্যসচিব মনোজ পন্থকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় ন্যাড়া কৌস্তুভকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, প্রত্যেক সপ্তাহে একবার করে সেলুনে গিয়ে মাথা ন্যাড়া হতে হচ্ছে। এটা একটা ভীষণ মানসিক চাপ। সমস্যাটা বুঝতে হবে। আসলে বিজেপি এখন কনফিউজড। কসবায় গিয়ে বলছে, ধর্ষককে শাস্তি দাও আর হাইকোর্টে গিয়ে কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে, ধর্ষককে নিরাপত্তা দিতে হবে! টোটাল কনফিউশন!

Latest article