হলদিয়ায় শ্রমিকদের পুনঃনিয়োগের দাবিতে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ

কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ায় জেলা আইএনটিটিইউসি। কদিন আগে নিমতৌড়িতে তৃণমূল এবং আইএনটিটিইউসি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

Must read

সংবাদদাতা, হলদিয়া : বন্দরে বেসরকারি সংস্থার খামখেয়ালিপনায় ইতিমধ্যে কাজ হারিয়েছেন ৫৯ জন শ্রমিক। বারবার সংস্থাকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এবার সংস্থার অফিসের সামনে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কর্মহারা শ্রমিকএরা। বুধবারের এই বিক্ষোভ কর্মসূচিতে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য শ্যামল মাইতি, প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি শেখ আজগর আলি-সহ অন্যরা। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সংস্থার অধীনে কাজ করে আসছেন এই ৫৯ শ্রমিক।

আরও পড়ুন-বিজেপির দুবারের বিধায়ক প্রার্থী এবার দল ছেড়ে এলেন তৃণমূলে

গত মাসে আচমকাই প্রথমে আটজনকে ছাঁটাই করে বন্দরের বেসরকারি ওই সংস্থা। এরপর ফের ৫১ জনকে ছাঁটাই করা হয়। কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ায় জেলা আইএনটিটিইউসি। কদিন আগে নিমতৌড়িতে তৃণমূল এবং আইএনটিটিইউসি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সেখানে জুনের মধ্যে ছাঁটাই শ্রমিকদের পুনঃনিয়োগের দাবি জানানো হয়। তার পরেও নিয়োগ না হওয়ায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলদিয়ার চিরঞ্জীবপুরে ওই সংস্থার অফিসের সামনে বিক্ষোভ চলে। শ্যামল মাইতি জানান, বেসরকারি সংস্থা অজুহাত দিয়ে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। আমরা চাই শ্রমিকদের পুনঃনিয়োগ। এতদিন কাটার পরেও তা না হওয়ায় অবস্থান-বিক্ষোভে বসেছি।

Latest article