মৌসুমি হাইত, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে ব্যাকটেরিওফাজের এক নতুন প্রজাতি চিহ্নিত হয় ২০২৩-এ। এই কলেজের অধ্যাপক কুন্তল ঘোষের চেষ্টায় সে বছর আন্তর্জাতিক জার্নাল ‘ভাইরোলজি’-তে বেরোয় সেই গবেষণাপত্র। ব্যাকটেরিওফাজটি মাল্টি ড্রাগ প্রতিরোধী অ্যারোমোনাস হাইড্রোফিলা নামক ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারতে পারে। যা চিংড়ির ব্যাপক হারে মৃত্যুর জন্য দায়ী।
আরও পড়ুন-হলদিয়ায় শ্রমিকদের পুনঃনিয়োগের দাবিতে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ
সম্প্রতি ২০২৫ সালের বার্ষিক রিপোর্টে ভাইরাসের শ্রেণীবিন্যাস সংক্রান্ত আন্তর্জাতিক কমিটি মেদিনীপুর সিটি কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে প্রাপ্ত এই ভাইরাসকে ‘নতুন প্রজাতি’ হিসেবে মান্যতা দেয় এবং তাদের ডাটাবেসে অন্তর্ভুক্ত করে বলে দাবি গবেষকের। এই গবেষণায় কুন্তলবাবু ছাড়াও ছিলেন, অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী এবং অধ্যাপিকা শ্রাবণী প্রধান, গবেষক ছাত্রী স্মিতা ঘোষ। কুন্তলবাবু বলেন, এটি চিংড়ির রোগ সৃষ্টিকারী অ্যারোমোনাস হাইড্রোফিলার ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পারে। ফলে চিংড়ি চাষে আর্থিক ক্ষতি অনেকটাই কমবে। মহাবিদ্যালয়ের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষের কথায়, আমাদের গবেষক সহায়ক পরীক্ষাগারে এই ধরনের নিত্যনতুন আবিষ্কার সত্যিই সাফল্যের। বিশেষ করে পরীক্ষাগারে এই ধরনের ভাইরাসের উদ্ভাবন চিংড়ি চাষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে কুন্তলবাবু তাঁর গবেষণায় নিজস্ব প্যারামিটারে সেটা দেখিয়েছেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কুন্তলবাবু বলেন, এই আবিষ্কারের ফলে চিংড়িচাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হতেন, তা কমে এবার অনেকটাই লাভবান হবেন।