পুণেগামী স্পাইসজেটের বিমানে মাঝ আকাশে খুলে ঝুলছে জানালা, আতঙ্কিত যাত্রীরা

এবার মাঝ আকাশে বিমানের জানালা খুলে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। যে কোনও মুহূর্তেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ

Must read

ফের বিপত্তি বিমানে। এবার মাঝ আকাশে বিমানের জানালা খুলে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। যে কোনও মুহূর্তেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ। গোয়া-পুণেগামী স্পাইসজেটের (Spice Jet) বিমানটি গোয়া থেকে পুণের উদ্দেশে রওনা দিতেই, মাঝ আকাশে হঠাৎ আলগা হয়ে গেল জানালার ফ্রেম। বাতাসের ধাক্কায় জানালা খুলে পড়ার অবস্থা হয়ে যায়। কেবিনে বাতাসের চাপ বা প্রেসার নর্মাল যাত্রায় বড় কোনও বিপত্তি ঘটেনি। বিমানের জানালা খোলা যায় না এটা সকলেই জানেন। বাইরে বায়ুমণ্ডল থেকে হাওয়া ঢুকে বিমানের কেবিনে প্রেসার কমতে থাকলে ক্র্যাশ করে যেতে পারত বিমানটি!

আরও পড়ুন-হাতছানি দেয় মালসেজ ঘাট

যাত্রীদের রেকর্ড করা ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানের কাঠামো থেকে আলগা হয়ে ঝুলছে জানালাটি। যে কোনও মুহূর্তেই সেটা খুলে পড়তে পারে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মধ্যে বিমানের এমন হাল দেখে রীতিমত প্রাণভয়ে আছেন যাত্রীদের। জানা গিয়েছে, পুণেতে বিমান অবতরণের পর বিমানের জানালা ঠিক করা হয়।

স্পাইসজেট এয়ারলাইন্সের তরফে এই ঘটনা প্রসঙ্গে যদিও বলা হয়েছে ওই অংশ ভেঙে গেলেও যাত্রীদের সুরক্ষা বা বিমানের সুরক্ষা কোনওভাবে ঝুঁকির মুখে পড়েনি। কেবিন প্রেশার স্বাভাবিক ছিল।

 

Latest article