সিবিআই নয়, পুলিশে আস্থা পরিবারের

কসবা ল’ কলেজের ধর্ষণকাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের (Kolkata Police) উপরেই পূর্ণ আস্থা রয়েছে নির্যাতিতার পরিবারের।

Must read

প্রতিবেদন : কসবা ল’ কলেজের ধর্ষণকাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের (Kolkata Police) উপরেই পূর্ণ আস্থা রয়েছে নির্যাতিতার পরিবারের। বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে তাঁদের প্রবল আপত্তি জানায়। দ্ব্যর্থহীন ভাষায় তাঁরা জানিয়ে দেন, কলকাতা পুলিশের তদন্তে তাঁরা সন্তুষ্ট। তাঁরা সিবিআই চান না। যেভাবে তদন্ত চলছে, সেভাবেই যেন তদন্ত চলতে থাকে। এদিন হাইকোর্টে এসে নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী নিযুক্ত করা হয়। কসবা-কাণ্ডে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলাতেই তাঁরা যুক্ত হওয়ার আবেদনও জানান একই সঙ্গে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তের রাশ চলে যাক তাঁরা চান না। পুলিশের বিশেষ তদন্তকারী দল গুরুত্ব সহকারে তদন্ত করছে। সেখানে বিকল্প কোনও তদন্তকারী সংস্থার নিয়োগ তাঁরা চান না। তাতে কাজে ব্যাঘাত ঘটবে। তদন্তের গতি ব্যাহত হতে পারে। কসবা-কাণ্ডে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তারপর নির্যাতিতার পরিবার স্পষ্ট করে দিল তাঁরা সিবিআই তদন্ত চান না।

আরও পড়ুন-দিনের কবিতা

কসবা ধর্ষণ-কাণ্ডে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন ধারাও যোগ করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। ঘটনাটি প্রকাশ্যে আসার ১২ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জেইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পরে কসবার কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ।

Latest article