বুমরার বিশ্রাম নিয়ে তীব্র বিতর্ক, অধিনায়কের দাবি উড়িয়ে একহাত শাস্ত্রী-সানির

বিকেলে সুপার হিরো। এজবাস্টনে শুভমন গিলকে নিয়ে এটাই বলা যায়। বুমরাকে না খেলিয়ে দিনভর সমালোচনায় বিদ্ধ হয়েছেন পঁচিশের তরুণ।

Must read

বার্মিংহাম, ২ জুলাই : সকালে ভিলেন। বিকেলে সুপার হিরো। এজবাস্টনে শুভমন গিলকে নিয়ে এটাই বলা যায়। বুমরাকে না খেলিয়ে দিনভর সমালোচনায় বিদ্ধ হয়েছেন পঁচিশের তরুণ। কিন্তু বাইশ গজে যে রাজকীয় সেঞ্চুরি করে গেলেন, তারপর এসব তুচ্ছ। লাগাতার টেস্ট সেঞ্চুরি। দিনের শেষে ১১৪ নট আউট। জাদেজা ব্যাট করছেন  ৪১ রানে। ভারত ৩১০/৫। প্রথম দিনের হিসাবে বেশ ভাল।
প্রথম টেস্টের ধাঁচে খেলা হল প্রথম দিন। সেই যশস্বী জয়সোয়াল আর শুভমন গিল টানলেন ভারতীয় ব্যাটিংকে। যশশ্বী সেঞ্চুরি পাননি। কিন্তু লিডসের মতো খেলেছেন। তাঁর ১০৭ বলের ইনিংসে ১৩টি চার। তবে করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পর শুভমন এসে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন। অধিনায়ক হওয়ার পর শুভমনের খেলায় পরিবর্তন এসেছে। তিনি চল্লিশে আটকে যাচ্ছেন না। লিডসে লম্বা সেঞ্চুরি। এখানেও ২১৬ বল উইকেটে কাটিয়ে ফেলেছেন। ১২টি চার। জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে এযাবৎ জুড়েছেন ৯৯ রান।

আরও পড়ুন-সুষ্ঠুভাবে উল্টোরথ-মহরম পালনে বৈঠক মুখ্যমন্ত্রীর

ম্যাচের আগে শুভমন যখন দলে তিন পরিবর্তনের কথা বলছিলেন, তখন সেটা স্বাভাবিক মনে হচ্ছিল ০-১ পিছিয়ে থাকা দলের জন্য। কারণ, কিছু একটা করতে হবে। কিন্তু শার্দূল ঠাকুর আর সাই সুদর্শনের সঙ্গে জসপ্রীত বুমরারও বাইরে থাকা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় অতঃপর। শুভমন বলেছেন বুমরা লর্ডসে খেলবেন। কিন্তু রবি শাস্ত্রী পাল্টা বলছেন, লর্ডস তো পরের ব্যাপার। আগে এখানে ১-১ করে ফেলা দরকার। তাতে বুমরাকে প্রয়োজন। সাত দিন টানা বিশ্রামের পর কীসের বিশ্রাম!
বুমরার পরিবর্তে এসেছেন আকাশ দীপ। এছাড়া খেলছেন ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি। অর্থাৎ দুই স্পিনারে গেলেও কুলদীপের উপর আস্থা রাখতে পারেনি দল। ওয়াশিংটন লোয়ার অর্ডারে রান দেবেন। লিডসে এরই অভাবে ভুগেছে ভারত।  ভাল জায়গা থেকে দুম করে ইনিংস শেষ হয়েছে। দুই ইনিংসে একই ঘটনা। সুদর্শন বাদ পড়লেও করুণ জায়গা ধরে রাখতে পেরেছেন। তিনি সুদর্শনের জায়গায় তিনে নেমে ৩১ রান করেন।

আরও পড়ুন-দিনের কবিতা

স্টোকস আগে ব্যাট করতে দেওয়ার পর ১৫ রানে রাহুলকে (২) হারিয়েছে ভারত। তবে যশশ্বী (৮৭) আর করুন মিলে ৮০ রান করে পরিস্থিতি সামলে দেন। রাহুলকে বোল্ড করেছেন ক্রিস ওকস। আর করুন ব্রাইডন কার্সের সামনে থেকে উঠে আসা বলে ব্যাট দিয়ে স্লিপে ধরা পড়েন ব্রুকের হাতে। যশশ্বী আগের টেস্টে গোটা চারেক ক্যাচ ফেলে তুমুল সমালোচিত হন। কিন্তু এদিন ওপেন করতে নেমে খেললেন লিডসের মতোই। দারুণ সব শট নিলেন। বিশেষ করে শর্ট বলে। কিন্তু যেভাবে আউট হলেন সেটা না হলেই ভাল হত। স্টোকসকে জায়গায় দাঁড়িয়ে স্কোয়ার কাট মারতে যান। আউটও হলেন।
ইংল্যান্ড বোলিং মার্ক উড, গাস অ্যাটকিনসনদের মিস করছে। জোফ্রা অর্চারকে ডেকে এনেও খেলানো হল না। এই দল অফস্পিনার বশিরের উপর অনেক নির্ভরশীল। কিন্তু তিনি ১৯ ওভারে ৬৫ রান দিয়েছেন ঋষভ পন্থের (২৫) উইকেটের জন্য। আসলে এজবাস্টনে প্রথম দিন উইকেট বোলারদের সাহায্য করেনি। ফলে প্রথম টেস্টের মতো এখানেও প্রশ্ন উঠছে স্টোকস আগে ব্যাট না নিয়ে ভুল করলেন কিনা। সবথেকে বেশি উইকেট ওকসের। তিনি রাহুল ছাড়াও নীতিশের (১) উইকেট নিয়েছেন।

Latest article