জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে শুরু জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই

অমরনাথ যাত্রাকে টার্গেট করতে সম্ভাবনা থাকায় শুধুমাত্র কাশ্মীরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।

Must read

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) শুরুর ৩ দিন আগে ফের জঙ্গি কার্যকলাপ কাশ্মীরে। কিস্তওয়ারে শুরু হয়ে গেল গুলির লড়াই। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালানোর সময় হঠাৎ করে সংঘর্ষ শুরু হয়। একাধিক জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে সেনার তরফে। এদিনের এই লড়াই নিয়ে সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানান, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। অন্তত তিন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।

আরও পড়ুন-বুমরার বিশ্রাম নিয়ে তীব্র বিতর্ক, অধিনায়কের দাবি উড়িয়ে একহাত শাস্ত্রী-সানির

গত ২২ মে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এই জায়গাতেই শহিদ হন এক ভারতীয় জওয়ান। গত এক বছরে কিস্তওয়ার এলাকায় বেশ কয়েকটি এনকাউন্টার হয়েছে। যেসব জঙ্গিরা ওই অঞ্চলে আত্মগোপন করে রয়েছে, তারা পাহাড়ি জঙ্গলে লড়াইয়ে বেশ পারদর্শী। সেনা ও সাধারণ নাগরিকদের উপর একাধিক হামলার সঙ্গে এদের যোগ রয়েছে। এদিকে রবিবার থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে তাই কাশ্মীর ও জম্মুর বিভিন্ন এলাকায় নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুষ্ঠুভাবে উল্টোরথ-মহরম পালনে বৈঠক মুখ্যমন্ত্রীর

অমরনাথ যাত্রাকে টার্গেট করার সম্ভাবনা থাকায় শুধুমাত্র কাশ্মীরে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। পহেলগাঁও ও বালতালের দু’টি যাত্রা পথে কড়া নিরাপত্তা রয়েছে। এই বছর বিশেষ সতর্কতার কারণে যাত্রাপথে হেলিকপ্টার পরিষেবা নিষিদ্ধ করেছে প্রশাসন। দুটো রুটকে ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের উদ্দেশে পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। যাঁরা নিজেদের গাড়িতে যাচ্ছেন, তাঁদের নির্ধারিত কনভয়ের সঙ্গেই চলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই চাত্রুতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় উদ্বেগ বাড়ছে সেনা ও গোয়েন্দা মহলে। তল্লাশি অভিযান চলছে।

 

Latest article