সশস্ত্র জঙ্গিদের হাতে আক্রান্ত তিন ভারতীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে (mali) আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন ভারতীয়দের পণবন্দি করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সে দেশের দূতাবাসের মাধ্যমে মালি (mali) সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। উদ্বিগ্ন নয়া দিল্লি।
আরও পড়ুন- পুণেগামী স্পাইসজেটের বিমানে মাঝ আকাশে খুলে ঝুলছে জানালা, আতঙ্কিত যাত্রীরা
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে ১ জুলাই একদল জেএনআইএম মালির একটি কারখানায় হামলা চালায়। তারপরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে অপহরণ করা হয়। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আটক ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।