প্রতিবেদন : রাজ্য সরকার অনুমোদিত সমস্ত সরকারি কলেজের (college) পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করল উচ্চ শিক্ষা দফতর। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে। মূলত যে কলেজগুলোতে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব শীঘ্রই শেষ হবে সেই কলেজগুলোতে নতুন করে এখন আর পরিচালন সমিতি গঠন করা হবে না। বরং যে পুরোনো সমিতি আছে তারাই ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে নিয়ে যাবে। এই সিদ্ধান্তের ফলে সব সরকারি কলেজেই প্রশাসনিক কার্যক্রমে স্থায়িত্ব বজায় থাকবে। কলেজগুলির (college) প্রশাসনিক প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এবং ছাত্রসেবা ইত্যাদি কাজ অব্যাহত রাখার ক্ষেত্রে এই মেয়াদ বৃদ্ধি সহায়ক হবে।
আরও পড়ুন- সেতু, বাসস্ট্যান্ড-সহ বহু প্রকল্পের উদ্বোধন হল উত্তর দিনাজপুরে