এবার বিজেপি রাজ্য মহারাষ্ট্র, ধর্ষণ করে সেলফি ডেলিভারি বয়ের

Must read

প্রতিবেদন : বিজেপি-রাজ্য মহারাষ্ট্রের (Maharashtra rape) পুনে শহরে উচ্চবিত্ত আবাসনে ধর্ষণ! নিরাপত্তার কোনও বালাই নেই। সটান ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণ কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়ের! শুধু তাই নয়, জঘন্য অপরাধের পর ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে অভিযুক্ত যুবক সেলফিও তোলে বলে অভিযোগ। আবার লিখে রেখে যায়, আবার আসব! ধর্ষণে অভিযুক্ত ডেলিভারি বয়ের এই দুঃসাহসে হতবাক পুলিশও। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুনের মতো শহরে। বিজেপি-শাসিত রাজ্যে উচ্চবিত্তদের আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, কুরিয়ার ডেলিভারি করতে এসে অভিযুক্ত যুবক ফাঁকতালে ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারপর যুবতীকে কৌশলে অজ্ঞান করে ধর্ষণ (Maharashtra rape)! ওটিপি’র জন্য মোবাইল আনতে ঘরে ঢুকতেই অভিযুক্ত যুবক দরজা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন নির্যাতিতা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। ফলে জ্ঞান হারান ওই তরুণী। এই অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ কিনা তা জানতে তদন্ত চলছে। যুবতীর মোবাইল থেকে অভিযুক্তের একটি সেলফি মোডের ছবি মিলেছে। পুনের ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিণ্ডে জানান, অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- কলেজের পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি

Latest article