বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ওড়িশায়, অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি মুখ্যসচিবের

Must read

প্রতিবেদন : ওড়িশার (Odisha) বিভিন্ন জেলায় কাজের উদ্দেশ্যে গিয়ে এ-রাজ্যের বাংলাভাষী শ্রমিকেরা চরম হয়রানির মুখে পড়ছেন। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ। ওই চিঠিতে তিনি অবিলম্বে মানবিক ও আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওড়িশার পারাদীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটক-সহ একাধিক উপকূলীয় জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা রেশন কার্ড দেখালেও তাঁদের দাবিকে অস্বীকার করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে পূর্বপুরুষদের খতিয়ান ও জমির নথি দাবি করা হচ্ছে যা অযৌক্তিক ও অবাস্তব।

আরও পড়ুন-এবার বিজেপি রাজ্য মহারাষ্ট্র, ধর্ষণ করে সেলফি ডেলিভারি বয়ের

মুখ্যসচিবের চিঠিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই রিপোর্ট থাকার পরেও কোনও সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে অকারণ হয়রানি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ওড়িশায় (Odisha) কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, এই পরিস্থিতির অবিলম্বে সমাধান প্রয়োজন। এই ব্যক্তিরা ভারতীয় নাগরিক, তাঁদের যেন ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যাচাই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।
রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দেখা হয়েছে। সেকথা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব।

Latest article