বার্মিংহ্যাম, ৩ জুলাই : দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এজবাস্টনে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারত। অথচ উইকেট টেকিং বোলার কুলদীপ যাদবকে প্রথম এগারোয় রাখেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন সৌরভ। কুলদীপকে প্রথম এগারোয় না দেখে অবাক সুনীল গাভাসকরও। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন জানিয়েছেন, বুমরাকে বাইরে রাখার সিদ্ধান্তটা পাগলামি ছাড়া কিছু নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও বুমরার তুলনা করেছেন স্টেইন।
আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত্যু জোতার, শোকার্ত রোনাল্ডো
সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ বলেছেন, ভারত দুই সেরা স্পিনারকে নামিয়েছে কি না, আমি নিশ্চিত নই। বুমরা খেলছে না, কুলদীপও নেই। জানি না, এই টেস্টে আমরা সেরা দুই স্পিনারকে খেলাচ্ছি কি না! তবে ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ায় আমি অবাক। আমার মনে হয়, ভারতের কাছে এটা সেরা সুযোগ। বড় স্কোর করে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে।
গাভাসকরও বললেন, আমি অবাকই হয়েছি, কুলদীপকে দলে না দেখে। এজবাস্টনের এই উইকেটে একটু বেশি বল টার্ন করবে বলেই আমাদের মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার স্টেইন এক্স হ্যান্ডেলে লিখেছেন, পর্তুগালের কাছে রোনাল্ডোর মতো বিশ্বসেরা স্ট্রাইকার রয়েছে। কিন্তু তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একধরনের পাগলামি। ঠিক তেমনই ভারতেরও বুমরা রয়েছে। ওকে না খেলানোর সিদ্ধান্তও…ওহ, বুঝতে পারছি না। সব কিছু আমি গুলিয়ে ফেলছি।