সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি, জঙ্গলমহলে পদযাত্রা

এই পদযাত্রাটি গড়ধরা বাজার এলাকা প্রদক্ষিণ করে। হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নেন সাঁকরাইল থানার পুলিশকর্মীরা।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা বাজারে সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতামূলক প্রচার কর্মসূচি, বৃহস্পতিবার। সাধারণ মানুষকে ট্রাফিকবিধি মেনে চলার বার্তা দিতে আয়োজিত হয় একটি পদযাত্রা। এই পদযাত্রাটি গড়ধরা বাজার এলাকা প্রদক্ষিণ করে। হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নেন সাঁকরাইল থানার পুলিশকর্মীরা।

আরও পড়ুন-অবাক স্টেইন, দল নিয়ে প্রশ্ন সৌরভের

পদযাত্রার মূল বার্তা ছিল— মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, চারচাকা গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা আবশ্যক এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো একেবারেই অনুচিত। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকাও তুলে ধরা হয়।

Latest article