প্রতিবেদন : গত মরশুম থেকে কলকাতা লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। এবারও প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে লাল-হলুদ ব্রিগেড। মেসারার্সকে সাত গোলে বিধ্বস্ত করে তিন পয়েন্ট পেয়েছে বিনো জর্জের দল। শুক্রবার নৈহাটিতে লিগের দ্বিতীয় ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে খেলতে নামছে মশালবাহিনী। প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই ভাবছেন ইস্টবেঙ্গল কোচ।
ইস্টবেঙ্গলে চোট সমস্যা রয়েছে। আগের ম্যাচের অন্যতম গোলদাতা মনোতোষ মাজির চোট রয়েছে। তিনি এদিন অনুশীলন করেননি। ম্যাচের আগের দিন সাইডলাইনেই কাটান মনোতোষ। আরও কয়েকজনের কমবেশি চোট রয়েছে। প্রথম ম্যাচে সাত গোলে বিশাল জয়ের পর দলের মধ্যে আত্মতুষ্টি যাতে না আসে, সেদিকে নজর রাখছেন কোচ বিনো।
আরও পড়ুন-বাল্যবিবাহ রুখতে পথে মৌলবি-পুরোহিত
সুরুচি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। আগের ম্যাচে তারাও বড় জয় পেয়েছে। তাদের কোচের হটসিটে থাকবেন ময়দানের পোড়খাওয়া ব্যক্তিত্ব রঞ্জন ভট্টাচার্য। তাই কাজটা সহজ হবে না ইস্টবেঙ্গলের। কোচ বিনো বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবি না। তবে ম্যাচ ধরে এগোতে চাই। প্রথম ম্যাচ সহজেই জিতেছি বলে আমি খুশি। কিন্তু এখনও আমাদের অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আমাদের নিজেদের কিছু সমস্যা রয়েছে। কিন্তু সেগুলো আমরা সামলে নিতে প্রস্তুত। প্রতিটি মরশুম, প্রতিটি ম্যাচ আলাদা, লিগের সব ম্যাচই কঠিন। আমরা সেভাবেই নিজেদের তৈরি করছি।
এএফসি-তে ইস্টবেঙ্গল : মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ড্র হয়ে গেল বৃহস্পতিবার কুয়ালালামপুরে। ‘ই’ গ্রুপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হংকংয়ের কিচি এসসি এবং আয়োজক কম্বোডিয়ার ফিনম পেন ক্রাউন এফসি।