প্রতিবেদন : প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল মোহনবাগান। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুন ব্রিগেড। পুলিশ ম্যাচে হারের পর কোচ ডেগি কার্ডোজো ও ফুটবলারদের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমর্থকরা। এদিন বড় জয়ের পর তাঁদের মুখে কোচ, ফুটবলারদের নামে জয়ধ্বনি।
আরও পড়ুন-চোট, আত্মতুষ্টিই চিন্তা ইস্টবেঙ্গলের
প্রথম ম্যাচে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছিল। এদিন কালীঘাট লাভার্সের বিরুদ্ধে সালাউদ্দিন, সন্দীপ মালিকরা দেখালেন ভুল শুধরে সেই খামতি অনেকটাই কাটিয়ে উঠেছেন তাঁরা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ২১ মিনিটে প্রথম গোল তুলে নেয় মোহনবাগান। তিনজনকে কাটিয়ে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সন্দীপ। মিনিট আটেক পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। সালাউদ্দিনের সেন্টার পাঞ্চ করে বিপন্মুক্ত করতে চেয়েছিলেন কালীঘাটের গোলকিপার। কিন্তু তাদের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত থাকে মোহনবাগানের। ৫০ মিনিটে দলের দ্বিতীয় গোলেও ক্যাপ্টেন সন্দীপের অবদান। তাঁর সেন্টার থেকে অনবদ্য সাইডভলিতে গোল করেন পাসাং দর্জি তামাং। ৭২ মিনিটে মোহনবাগানের হয়ে চতুর্থ গোলটি করেন আদিল আবদুল্লাহ। এরপর খেলার গতির বিরুদ্ধে সুযোগ পেয়েছিল কালীঘাট। কিন্তু মোহনবাগান গোলকিপার পরিত্রাতার ভূমিকায় দেখা যায়। জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। শেষদিকে মোহনবাগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ স্কোরলাইনেই ম্যাচ জেতে সবুজ-মেরুন।