সংসদের বাদল অধিবেশনের মেয়াদ বৃদ্ধি, সংশয় তৃণমূলের

সংসদ বাদল অধিবেশনে মেয়াদ বাড়ানো নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

Must read

প্রতিবেদন: হঠাৎই সংসদের বাদল অধিবেশনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। আসন্ন বাদল অধিবেশন ২১ জুলাই থেকে ২১ অগাস্ট অবধি চলবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরই মধ্যে দু’দিন ১৩ ও ১৪ অগাস্ট বন্ধ থাকবে সংসদ। কিন্তু সংসদের বাদল অধিবেশনের মেয়াদ বৃদ্ধি কি আদতে আলোচনার রাস্তা খুলে রাখতে চেয়েই? কোনও সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি কেন্দ্রের তরফে। সংসদ বাদল অধিবেশনে মেয়াদ বাড়ানো নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-বিজেপি-নীতীশের বিহারে ভাড়াটে খুনি লাগিয়ে স্বামীকে খুন করাল নববধূ

তাঁর কটাক্ষ, সংসদ চালাতে ভয় পাচ্ছে মোদি সরকার, তাই মেয়াদ বাড়ানো হয়েছে। এর নেপথ্যে আসল কারণ কী, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বিরোধী দলগুলি আগাগোড়াই দাবি তুলেছে সংসদের বিশেষ অধিবেশনের। অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের নেতৃত্বে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলো চিঠিও দিয়েছে প্রধানমন্ত্রীকে। কিন্তু কোনও লাভ হয়নি। বিজেপি সরকার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে। এরপরই তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে সংসদে তারা এই ইস্যুতে সোচ্চার হবে। এছাড়াও নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলা, বিহারের মতো রাজ্যগুলিতেও ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার (এসআইআর) অপচেষ্টা চালাচ্ছে বিজেপি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল হাতেনাতে ধরে ফেলেছে মোদি সরকারের মতলব। এসব নিয়েই সংসদে ঝড় তুলবে তৃণমূল।

Latest article