প্রতিবেদন: বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগ ও তার নেতানেত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে সক্রিয়। আর নিয়ন্ত্রণহীন দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। সেইসঙ্গে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। বৃহস্পতিবার বাংলাদেশে একই পরিবারের তিন জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ কুমিল্লার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে।
আরও পড়ুন-রেলের অভিযোগ ওড়াল রাজ্যের বিদ্যুৎ দফতর
দুষ্কৃতী তাণ্ডবে একই পরিবারের যে তিনজন নিহত হয়েছেন তাদের নাম রুবি আক্তার, জোনাকি ও রাসেল আক্তার। গুরুতর আহত হয়েছেন রুবির অন্য মেয়ে রুমা আক্তার। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের একংশের অভিযোগ, এই পরিবার বহুদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ক্ষোভ থেকেই গ্রামবাসীদের একাংশ তাঁদের পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের তরফে এই পরিবার মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠায় পুলিশ এই ঘটনা কেন জানত না সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে জেনেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে গ্রামবাসীদের অন্য অংশের দাবি।